ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭

দক্ষিণ কোরিয়ার জিসেওন শহরের স্পোর্টস সেন্টারের একটি ভবন এবং পাবলিক টয়লেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের ওই ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে।

দমকল বাহিনীর কর্মীরা বলছেন, হতাহতের ঘটনা ঘটেছে স্পোর্টস সেন্টারের আটতলা ভবনে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে, আটতলা ভবনটি ধোঁয়ায় ঢেকে গেছে।

south

সেই ভবনের মধ্যে আটকা পড়ে আছেন আরও অনেকেই। সাহায্যের জন্য চিৎকার করে আকুতি করছেন তারা। নিচতলার সবাই বের হয়ে আসতে পেরেছেন।

তবে উপর তলায় অনেকেই আটকা পড়া অবস্থায় থাকার কারণে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : এএফপি

কেএ/জেআইএম

আরও পড়ুন