খুলে দেয়া হলো বালি বিমানবন্দর
ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ অবকাশ যাপন কেন্দ্র বালির আর্ন্তজাতিক বিমানবন্দর শনিবার আবারো খুলে দিয়েছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ছাই মেঘের কারণে কয়েকদিন এটি বন্ধ রাখা হয়। এক কর্মকর্তা একথা জানান।
তবে কখন থেকে নগুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পুনরায় চালু হবে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। জাভার মাউন্ট রাউং থেকে ছাই ভস্ম উদগিরণের কারণে বাধ্য হয়ে এ বিমানবন্দর বন্ধ করে দেয়ার পর বৃহস্পতিবার থেকে সেখানে হাজার হাজার পর্যটক আটকা পড়ে।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় অগ্ন্যুৎপাতের ঝুঁকি নিরূপনের লক্ষে শনিবার মধ্যদুপুর পর্যন্ত বালির এ আন্তর্জাতিক বিমানবন্দরসহ অভ্যন্তরীণ আরো দু’টি টার্মিনাল বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছিল।
আরএস/আরআই