মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১২
মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেক্সিকোতে পর্যটকদের বহনকারী একটি বাস দুর্ঘটনা কবলিত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।
মাহাহুয়াল এবং কুইনতানা রোর ক্যালেটাল রাজ্যের মধ্যবর্তী স্থানে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে ৩১ জন আরোহী ছিল। তারা রয়্যাল ক্যারিবিয়ান প্রমোদতরীর ছিলেন। তারা ওই প্রমোদতরী থেকে বাসে উঠেছিলেন। পরে যাত্রাপথে বাসটি উল্টে যায়।
বাস কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে থাকা যাত্রীরা যুক্তরাষ্ট্র, ইতালি, সুইডেন এবং ব্রাজিলের নাগরিক।
ওই পর্যটকদের সঙ্গে স্থানীয় এক চালক এবং চারজন গাইডও ছিল বলে জানানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রয়্যাল ক্যারিবিয়ানের তরফ থেকে জানানো হয়েছে, বাসে ২৭ জন অতিথি ছিলেন। তারা এই দুর্ঘটনাকে মর্মান্তক বলে উল্লেখ করেছেন। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
টিটিএন/আইআই