ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে ধেয়ে আসছে টাইফুন : ৪০০ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৬:৪২ এএম, ১১ জুলাই ২০১৫

চীনের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় শক্তিশালী টাইফুন ‘চান হোম’ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া অফিস । উপকুল থেকে প্রায় ৮ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়া অফিস  জানায়, শনিবার  যেকোনো সময় এ টাইফুন আঘাত হানতে পারে। টাইফুনের প্রভাবে উপকুলে ১৮৭ কি.মি. বেগে বাতাস বইছে।

১৯৪৯ সালের পর এবারের টাইফুন চান হোমই সবচেয়ে ভয়াবহ হতে পারে।  এর প্রভাবে ইতিমধ্যে সাগরে ৩৩ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ২ হাজার ৯০০টি মাছ ধরার ট্রলারকে বন্দরের নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য নির্দেশ জারি করা হয়েছে।

এসআইএস/এআরএস/এমএস