ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পরমাণু চুক্তি : ‘হ্যাঁ অথবা না’ বলতে হবে ইরানকে

প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১০ জুলাই ২০১৫

ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর বিরুদ্ধে অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে তাদের সমালোচনা করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, আলোচনার টেবিলে থাকা চুক্তির ব্যাপারে ইরানকে আজকের মধ্যেই ‘হ্যাঁ বা না’ বলতে হবে।

১৩ বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অচলাবস্থা চলার পর বিশ্ব শক্তিগুলো ইরানকে চুক্তির ব্যাপারে রাজি করাতে চাপ বৃদ্ধি করতে চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনার একটি মসজিদে রাতে নামাজ আদায়ের পর বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা বেশ কয়েকটি দেশের অবস্থানে পরিবর্তন ও অতিরিক্ত দাবি লক্ষ্য করেছি। তিনি বলেন, পি৫+১ গ্রুপের প্রত্যেকটি দেশের অবস্থান আলাদা, যা আলোচনাকে অধিকতর কঠিন করে তুলেছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার ১৪তম দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তড়িঘড়ি করে চুক্তি সম্পাদন না করার ওপর জোর দিলেও সতর্ক করে দেন যে, তিনি ‘চিরদিন’ আলোচনার টেবিলে থাকবেন না।

তিনি বলেন, শিগগিরই সিদ্ধান্ত নেয়া না হলে তিনি আলোচনার টেবিল থেকে উঠে আসতে প্রস্তুত রয়েছেন।

বিএ/পিআর