রাবার বুলেটের আঘাতে কোমায় আছেন ফিলিস্তিনি কিশোর
মাত্র ১৪ বছর বয়স মুহাম্মদ তামিমির। খুব কাছ থেকে তার মুখে রাবার বুলেট ছুঁড়ে ইসরায়েলি সেনাবাহিনী। রাবার বুলেটের আঘাতে কোমায় চলে গেছে তামিমি।
পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার জেরে সৃষ্ট বিক্ষোভে অংশ নিয়ে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই কিশোর।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের নাবি সালেহ গ্রামে তামিমিকে খুব কাছ থেকে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী।
তামিমির চাচাত ভাই মানাল তামিমি জানান, তামিমির চোয়ালের ভেতর দিয়ে ওই রাবার বুলেটটি ঢুকে মাথার খুলির মধ্যে চলে গেছে।
তিনি আরও জানান, গুলি লাগার পর রক্তে মুখ, বুক সব ভিজে একাকার হয়ে গেছে। তামিমির ৪৩ বছর বয়সী মা আল জাজিরাকে জানান, অত্যন্ত ভয়ানক ছিল ঘটনাটা। কী করতে হবে কেউ বলতে পারছিল না। ছেলেকে নিয়ে কোথাও যেতে আমরাও ভয় পাচ্ছিলাম। প্রথমে তো আমরা ভেবেছিলাম সে মারা গেছে।
পরে রামাল্লার পার্শ্ববর্তী একটি হাসপাতালে তামিমিকে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকরা তামিমির শরীর থেকে রাবার বুলেট বের করেন।
চিকিৎসকরা বলছেন, তামিমির পরিস্থিতি এখনও অনেক খারাপ। কোমা থেকে ফিরে আসলেও তার শরীরের একাংশ অবশ হয়ে যেতে পারে। এছাড়া তার শ্রবণশক্তি হারিয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
সূত্র : আল জাজিরা
কেএ/আরআইপি