দায়েশের সঙ্গে জড়িত সন্দেহে তুরস্কে গ্রেফতার ৩
তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আনাদলু অ্যাজেন্সির খবরে বলা হয়েছে, জঙ্গিবিরোধী অভিযানে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হারানের সানলিউরফা জেলা এবং আকাকালিতে ওই অভিযান পরিচালিত হয়।
তবে গ্রেফতার ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর ওই সদস্যও নিজের নাম প্রকাশ করতে রাজি হননি।
তুরস্কে বেসামরিক নাগরিকদের লক্ষ করে আত্মঘাতী হামলা, রকেট হামলা এবং বন্দুক নিয়ে হামলা চালিয়ে আসছে দায়েশ জঙ্গিরা। এখন পর্যন্ত দায়েশের হামলায় অন্তত তিনশ ১৯ জন প্রাণ হারিয়েছেন।
সূত্র : আনাদলু অ্যাজেন্সি
কেএ/আইআই