ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গাড়ি চালাতে প্রস্তুত সৌদির ৭০ ভাগ নারী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:২২ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

সামনের বছরের জুন থেকেই গাড়ি চালাতে পারবেন সৌদির নারীরা। তার আগেই জানা গেছে ইতোমধ্যেই ৭০ ভাগ নারীই গাড়ি চালানোর প্রস্তুতি নিয়ে নিয়েছেন। খবর সৌদি গ্যাজেট।

ইপসোসের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সৌদির অধিকাংশ নারীকেই চলাফেরা বা কোথাও যাওয়া-আসা করতে তাদের পরিবারের পুরুষ সদস্যদের ওপর নির্ভর করতে হয়।

এছাড়া প্রতি পাঁচটি পরিবারের মধ্যে অন্তত একটি পরিবার তাদের গাড়ি চালানোর জন্য চালক নিয়োগ দিয়ে থাকে।

রাজকীয় এক ডিক্রি জারির মাধ্যমে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ায় অনেক ধরনের পরিবর্তন আসবে সৌদিতে। এর ফলে পারিবারিক জীবন, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে, অর্থনীতি এবং বিভিন্ন ক্ষেত্রে বেশ প্রভাব পড়বে।

নারীরা গাড়ি চালানোর অনুমতি পাওয়ায় দেশের প্রায় ৬৩ ভাগ নাগরিকই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা মনে করেন, নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সৌদির আধুনিক সভ্যতার ক্ষেত্রে খুব ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের নিজেদের ওপর স্বনির্ভরতা বাড়বে।

তবে অনেকেই নারীদের রাস্তায় গাড়ি চালানোকে ট্রাফিক এবং নিরাপত্তার ক্ষেত্রে যেমন রাস্তা-ঘাটে নারীরা যে হয়রানির শিকার হন সে সব ক্ষেত্রে নেতিবাচক বলে মনে করছেন।

টিটিএন/পিআর

আরও পড়ুন