চিলিতে ভূমিধসে নিহত ৫
প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে চিলির দক্ষিণাঞ্চলে একটি গ্রামে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে বেশ কিছু ঘরবাড়ি।
পর্যটকদের কাছে আকর্ষণীয় গ্রাম ভিলা সান্তা লুসিয়াতে এখনও ১৫ জন নিখোঁজ রয়েছেন।
ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইকেল বাশেলেত।
চিলির অন্য অঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে সান্তা লুসিয়ার। হাজারও মানুষ রয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়।
চিলির প্রেসিডেন্ট বলছেন, আমি উদ্ধারকারী দলকে নির্দেশ দিয়েছি, ভিলা সান্তা লুসিয়ার মানুষকে রক্ষায় সর্বোচ্চটা দিতে হবে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।
এনএফ/এমএস