ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানকে পেন্টাগনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২১ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭

ফের পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাস দমনে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ তুলেছে পেন্টাগন। আর এ জন্য দেশটিকে সতর্কও করে পেন্টাগন বলছে, সন্ত্রাস দমনে পাকিস্তানের গাফিলতি থাকলে তারাই একতরফা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এর আগে চলতি বছরের মাঝামাঝিতে নতুন আফগান নীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প মনে করছেন, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য সবার আগে আফগানিস্তানে শান্তি ফেরানোটা জরুরি। তখনও একবার পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল।

ট্রাম্পের আফগান তথা দক্ষিণ এশিয়া নীতি নিয়ে সম্প্রতি মার্কিন কংগ্রেসে একটি রিপোর্ট পেশ করেছে দেশটির প্রতিরক্ষা দফতর। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগের সঙ্গে সঙ্গে প্রতিবেদনে উত্তর-পশ্চিম পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নির্মূল অভিযানে পাক সেনা বাহিনীর ভূমিকার প্রশংসাও করা হয়েছে। নয়া আফগানিস্তান গঠনে প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভূমিকার প্রশংসাও করা হয়েছে এতে।

সন্ত্রাসবাদ নির্মূলে আফগানিস্তান ও পাকিস্তানকে একযোগে কাজ করার তাগিদও দেয়া হয়েছে প্রতিবেদনে।

এনএফ/এমএস

আরও পড়ুন