জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানীর স্বীকৃতি দিতে হবে : তুরস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি রাজধানী ঘোষণার জবাবে পাল্টা হিসেবে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। ট্রাম্পের জেরুজালেম ঘোষণার জেরে বুধবার ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ দেশের প্রতিনিধিদের জরুরি ইসলামিক সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানায় দেশটি।
পূর্ণাঙ্গ সম্মেলন শুরুর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘প্রথমত, ফিলিস্তিন রাষ্ট্রকে অবশ্যই অন্যান্য সব দেশের স্বীকৃতি দিতে হবে। এটার জন্য আমাদের সবাইকে একত্রে লড়াই করতে হবে।’
কাভুসোগলু বলেন, ‘আমরা যারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছি; তারা অবশ্যই ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাজধানীর স্বীকৃতি দিতে অন্যান্য দেশকে উৎসাহিত করবো।’
খ্রিস্টান, ইহুদি ও মুসলিম; তিন ধর্মের অনুসারীদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত জেরুজালেম। ইসলামের তৃতীয় পবিত্র স্থাপনাও এই জেরুজালেমে রয়েছে। গত কয়েক দশক ধরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে জেরুজালেম।
মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। তবে ইসরায়েলের এই দখলদারিত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার পর ফিলিস্তিনসহ বিশ্বের অনেক মুসলিম দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। তুরস্ক বলছে, যুক্তরাষ্ট্রের এই ঘোষণা বিশ্বকে সীমাহীন আগুনে ফেলবে।
ট্রাম্পের সিদ্ধান্তের যৌথ জবাব দিতে তুরস্ক ওআইসির ৫৭ দেশের প্রতিনিধিদের জরুরি বৈঠক বসার আমন্ত্রণ জানিয়েছে। বুধবার ইস্তাম্বুলে এর উদ্বোধন করা হয়েছে।
সূত্র : রয়টার্স, ডেইলি সাবাহ।
এসআইএস/আইআই