ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গ্রিসের ঋণ পুনর্বিন্যাস চায় আইএমএফ

প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৯ জুলাই ২০১৫

গ্রিসের ঋণ পুনর্বিন্যাস  করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লেগার্দ। এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যাক লিউ বলেছিলেন, গ্রিসের ঋণে ছাড় দেয়া প্রয়োজন, কারণ ইউরো থেকে গ্রিসের বের হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধরণের ঝুঁকির কারণ হতে পারে।

জ্যাক লিউ ঋণ ছাড়ের কথা বললেও জার্মান চ্যান্সেলর  অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আর যদি ছাড় দেয়া হয় তবে এটি হবে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পরিপন্থী।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে গ্রিসের প্রায় আড়াই হাজার কোটি ডলারের ঋণ রয়েছে। তবে এর মধ্যে ত্রিশ হাজার কোটি ডলার ঋণের অধিকাংশই ইউরোজোন দেশগুলোর কাছ থেকে নেয়া।

ঋণ সংকট সমাধানে ইউরোজোনের প্রস্তাব ‘না’ ভোটে বর্জনের পর গ্রিসকে নতুন একটি প্রস্তাব দেবার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন।

গ্রিক প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস জানিয়েছেন, ইউরোজোনের বেঁধে দেয়া সময়সীমার মধ্যই তারা একটি গ্রহণযোগ্য প্রস্তাব উপস্থাপন তুলে ধরবেন।

ঋণ সংকটের ওপর ইউরোপীয় পার্লামেন্টে এক বিতর্ক চলাকালে একথা বলেন  সিপ্রাস। তিনি বলেন, রোববারের গণভোটে ‘না’ জবাবের পর গ্রিক জনগণ আশা করছে, খুব দ্রুতই ব্যায় সংকোচন নীতির অবসান হবে। এদিকে দেউলিয়াত্ব ঠেকাতে তৃতীয়বারের মতো একটি উদ্ধার প্যাকেজের জন্য চেষ্টা চালাচ্ছে গ্রিস।

দেশটিতে ব্যাংকগুলো এখনো বন্ধ রয়েছে এবং সপ্তাহের বাকি দিনগুলোও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ক্যাশ মেশিন
থেকেও দৈনিক ৬০ ইউরোর বেশি অর্থ তোলা বন্ধ রয়েছে। সুত্র : বিবিসি বাংলা।

এসআইএস/এসকেডি/পিআর