ইরানে ৬ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের পশ্চিমাঞ্চল। সোমবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। গত মাসে ইরাক-ইরান সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৫৩০ জন নিহত হয়। খবর রয়টার্সের।
এজগেলে শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। তবে বৃহত্তম কারমানশাহ শহরেও ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে সেখানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত মাসে আঘাত হানা ভূমিকম্পের মাত্রার ছিল ৭ দশমিক ৩।
কারমানশাহ প্রদেশের ওই ভূমিকম্প থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
টিটিএন/পিআর