লন্ডনের পাতাল রেলে শ্রমিকদের ধর্মঘট
ব্রিটেনের রাজধানী লন্ডনে পাতাল রেলে ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বেতন বাড়ানোর দাবি ও আগামী সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিনও সারারাত পাতাল রেল চালু রাখার পরিকল্পনার প্রতিবাদে প্রায় ২০ হাজার কর্মী এই ধর্মঘট পালন করছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ সময় ১৭টা ৩০ মিনিটে ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে পৃথিবীর প্রাচীনতম পাতাল রেল ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। পাতাল ট্রেনে প্রতিদিন লাখ লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে যান। অনেকে আজকের ধর্মঘটের বিষয়ে জানতেন না। স্টেশনে এসে দেখেন, ‘টিউব সার্ভিস বন্ধ’।
ধর্মঘটে যাওয়া কর্মীদের অভিযোগ, তাদের চারটি আলাদা সংগঠন রয়েছে। এসব সংগঠনের নেতাদের কাছে তারা নিজেদের দাবির বিষয়ে বারবার ধরনা দিলেও এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। তাই তারা দাবি আদায়ে ধর্মঘট পালন করছেন।
ব্রিটিনের গণমাধ্যমগুলো বলছে, ২০০২ সালের পর পাতাল রেলের সেবায় এটিই সবচেয়ে বাজে পরিস্থিতি। লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কর্মীদের দাবির ব্যাপারে কোনো কর্তৃপক্ষই সাড়া দেয়নি। শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে গেছে।
সংগঠনের নেতারা আজকের এই বিপর্যয়ের জন্য লন্ডন পাতাল পরিবহন ব্যবস্থাপনাকে দায়ী করছে। এসলেফ ইউনিয়নের টিউব সংগঠক ফেন ব্রেনান বলেন, এই ধর্মঘটের দায় লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের।
বিএ/আরআই