ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যমুনায় হারিয়ে যাবে তাজমহল!

প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৮ জুলাই ২০১৫

সম্রাট শাহজাহানের ভালবাসার নিদর্শন ও বিশ্বের কোটি পর্যটকের আকর্ষণ তাজমহল হারিয়ে যাবে যমুনায়। এমনই গভীর সঙ্কটে রয়েছে এই স্থাপত্য। আর এর মধ্য দিয়ে এই সৌধস্তম্ভের অকাল অবসানের দিকে আঙুল তুলেছেন ভারতীয় ইতিহাসবিদ। তবে এই দাবি মানতে নারাজ ভারতীয় পুরাতত্ত্ব গবেষকরা।

যমুনার পানির স্তর কমার সঙ্গেই জড়িয়ে আছে পৃথিবীর অন্যতম সেরা স্থাপত্যের গভীর সংকটের বিষয়টি। ইতিহাসবিদ হাজি তাহিরুদ্দিন তাহির এমন মন্তব্য করেছেন। তাজমহলের ইতিহাস নিয়েই তাঁর রয়েছে ব্যাপক চর্চা। তবে তাহিরের দাবির সঙ্গে একমত নয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তাহিরের দাবির সঙ্গে বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নেই বলে জানিয়েছেন আগ্রার এএসআই সুপারিন্টেন্ডেন্ট। পানির স্তর নয়, বরং যমুনার জলদূষণ মূল্যবান সাদা মার্বেল পাথরকে নষ্ট করে দিতে পারে বলে মত পুরাতত্ত্ব সর্বেক্ষণের।

উল্লেখ্য, ১৬৩২ সালে মমতাজের মৃত্যুতে শোকে মুহ্যমান ছিলেন শাহজাহান। ওইসময় তিনি ভাবলেন, স্মৃতির চিলেকোঠায় আজীবন মুড়ে রাখতে চান প্রিয়তমাকে। এজন্য ডেকে পাঠান ঈশা খাঁকে। সম্রাটের নির্দেশ, প্রিয়তমার কবরের উপর বানিয়ে দিতে হবে এমন এক সৌধ, যার মাধ্যমে যুগ যুগ ধরে ভালবাসা ধ্বনিত হবে। কথা রাখলেন ঈশা খাঁ। আর এর মধ্য দিয়ে অমলিন হয়ে থাকল ইতিহাস। জি নিউজ।

এআরএস/এমএস