ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৭ জুলাই ২০১৫

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সাকারি মোমোই ১১২ বছর বয়সে জাপানে মারা গেছেন। মঙ্গলবার এক কর্মকর্তা একথা জানান।টোকিও’র উত্তরে সাইতামা নগরীতে ওই কর্মকর্তা জানান, মোমোই রোববার রাতে মারা যান।

এ নগরীতে তিনি অনেক বছর ধরে বসবাস করছিলেন। উল্লেখ্য, রাইট ভ্রাতৃদ্বয় যে বছর সফলভাবে উড়োজাহাজে ওড়েন এর কয়েক মাস আগে মোমোইয়ের জন্ম।

বিশ্বের সবচেয়ে প্রবীণ এ পুরুষ টোকিওতে একটি বৃদ্ধ নিবাসে কিডনি বিকল হয়ে মারা যান। গত বছর যখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে মোমোইর নাম ওঠে, তখন তার বয়স ছিল ১১১ বছর।ওই কর্মকর্তা বলেন, মোমোইর পরিবারের কাছ থেকে আমরা শুনেছি তিনি এক বা দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।

১৯০৩ সালের ৫ ফেব্রুয়ারি মোমোইর জন্ম। তিনি এক হাইস্কুলের সাবেক অধ্যক্ষ ছিলেন। মোমোইকে যখন সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তখন তার পরনে ছিল কালো রঙের কোট, সাদা শার্ট ও রুপালি টাই ।ওই সময় তিনি আরো দুই বছর বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমার মিনামিসোমায় তিনি জন্ম গ্রহন করেন।

প্রশান্ত মহাসাগরের অপর পারে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি একজন নারী তিনি সোমবার ১১৬তম জন্মদিন উদ্যাপন করেন।

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানের মানুষ সাধারণত: দীর্ঘজীবি হয়ে থাকে। দেশটির এক চতুর্থাংশ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশী।

একে /এমআরআই