ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় কমিউনিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৭ জুলাই ২০১৫

মালয়েশিয়ায় বাংলাদেশ কমউনিটি প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বুকিত বিনতাংয়ের হোটেল সলিলে এ আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এসএম রহমান পারভেজের সভাপতিত্বে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, মাহবুব আলম শাহ, তালহা মাহমূদ, মনিরুজ্জামান মনির, কাজী সালাহউদ্দিন, তাসকীর আহমেদ, নাজমুল ইসলাম বাবুল, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আহমেদুল কবির, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম রতন।

ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল বলেন, আমরা যখন প্রথম দিকে মালয়েশিয়ায় আসি তখন বাংলাদেশি কোনো সাংবাদিক ছিল না বর্তমানে সেখানে একটি কমিউনিটি প্রেসক্লাব গঠিত হয়েছে। সাংবাদিকদের অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি গর্বিত।

মাহবুব আলম শাহ বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ কমউনিটির এ প্রেসক্লাব প্রবাসে বাংলাদেশের কথা বলে। শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করে। আমি এ প্রেসক্লাব গঠনের শুরু থেকে এখন পর্যন্ত সঙ্গে ছিলাম। ভবিষ্যতেও আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে।

মনিরুজ্জামান মনির বলেন, বাংলাদেশ কমউনিটি প্রেসক্লাবের এ অগ্রযাত্রাকে আমি স্বাগত জানাই। আমি আশা করি ভবিষ্যতে কমিউনিটি প্রেসক্লাব প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে যাবে।

কাজী সালাহউদ্দিন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের লেখনীর মাধ্যমে একটি জাতি যেমনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তেমনি ধ্বংসও হতে পারে। সুতরাং জাতি গঠনে সাংবাদিকদের ভুমিকা অপরিহার্য।
 
সভাপতির বক্তব্যে এসএম রহমান পারভেজ বলেন, সংগঠনটি শুরু থেকেই মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের কল্যাণে কাজ করে আসছে। শ্রমিকদের সুখে দু:খে মালয়েশিয়া প্রেসক্লাব পাশে রয়েছে এবং থাকবে।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণ আরএফএল এর পক্ষে জসিম উদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, পিয়ার আহমেদ আকাশ, সাখাওয়াত হক জোসেফ, শাহ আলম হাওলাদার, আবু হানিফ, মির্জা সালাহউদ্দিন, মাজু দেলোয়ার, মজনু খান, শাহজাহান, কামরুল হাসান রতন, সৈয়দ জাহাঙ্গীর আলম, নূর মিয়া, আলী নূর, সোনাহর রশিদ খান,মহিউদ্দিন মাহি, ওয়াসীম ওয়াজেদ, আহসান আজিজ আদনান, সৈয়দ মিনহাজ উদ্দিনসহ শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবীদ কমউনিটি নেতা প্রমুখ।

এসকেডি/এমএস