ইরাকে ১১১ শিশুকে অপহরণ করেছে আইএস
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলের কয়েকটি এলাকা থেকে ১১১ শিশু শিক্ষার্থীকে অপহরণ করেছে। অপহৃত এসব শিশুকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। মঙ্গলবার আইএএনএস এর এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
দেশটির ডেমোক্র্যাট পার্টির মুখপাত্র সাঈদ মামুজিনির উদ্ধৃতি দিয়ে দেশটির নিউজ চ্যানেল আল সুমারিয়া জানায়, অপহরণের শিকার শিশুদের বয়স ১০-১৫ বছর। এই শিশুদের আইএসের শিক্ষা ও সামরিক কেন্দ্রগুলোতে তাদের মানসিক পরিবর্তনের জন্য নেয়া হবে।
উল্লেখ্য, মসুল দখলের পর আইএস এ পর্যন্ত এক হাজার ৪২০ জন শিশুকে অপহরণ করেছে। তাদেরকে জোর করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহারে প্রশিক্ষণ দেয় আইএস।
এসআইএস/এমএস