থেরেসা মেকে হত্যার পরিকল্পনায় বাংলাদেশি বংশোদ্ভূত যুবক?
১০ নং ডাউনিং স্ট্রিটে বোমা হামলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে আটক দু’জনের মধ্যে নাইমুর জাকারিয়াহ রহমান নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে পরিচয় দিয়েছেন।
বুধবার তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানেই তিনি নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দেন।
নাইমুর জাকারিয়াহর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢুকে পড়ে ছুরি, পিপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী থেরেসা মেকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।
জাকারিয়াহ অবশ্য আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী ২০ ডিসেম্বর তাকে উচ্চতর আদালতে হাজির করা হবে।
গত অক্টোবরে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান বলেছিলেন, ইসলামি জঙ্গিবাদের প্রবল গণ-হামলার হুমকির মুখে রয়েছে ব্রিটেন। লন্ডনে ২০০৫ সালের ৭/৭ বোমা হামলার পর ব্রিটেনে চলতি বছরে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটে। এ বছর দেশটিতে পাঁচবারের জঙ্গি হামলায় অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটে।
এর মধ্যে চারটি হামলায় দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পারকার বলেছেন, তার ৩৪ বছরের কর্মজীবনে সাম্প্রতিক সময়েই সবচেয়ে বড় হুমকি দেখছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে ১৯৯১ সালে আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) সদস্যরা মর্টার বোমা হামলা চালায়। তৎকালীন প্রধানমন্ত্রী জন মেজর বাসভবনে থাকলেও তিনি অক্ষত ছিলেন।
সূত্র : বিবিসি বাংলা।
এনএফ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রচুর অ্যাটাক ড্রোন তৈরির নির্দেশ কিম জং উনের
- ২ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ৩ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৪ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৫ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই