ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত
ফারাক্কা বাঁধের ওপারে পদ্মার ভারতীয় অংশ গঙ্গায় ইলিশের পরিমান বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক বর্তমান প্রত্রিকা এ সংবাদ দিয়েছে।
এতে বলা হয় এক সময় সাগর মোহনা থেকে গঙ্গার খাত বেয়ে ভারতের উত্তর প্রদেশের কানপুর পর্যন্ত ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশে। কিন্তু ১৯৭৫ সালে ফরাক্কা ব্যারেজ চালুর পর থেকেই সাগর থেকে পদ্মার (গঙ্গা) উজানে ভারতীয় অংশে ইলিশের আনাগোনা কমতে শুরু করে। আর ১৯৯৫ সালের পর ইলিশ কখনও ফরাক্কা ব্যারেজ অতিক্রম করেনি।
এ অবস্থায় গঙ্গায় ইলিশের উপস্থিতি বাড়াতে তৎপর হয়েছে ভারত। পশ্চিমবঙ্গের গঙ্গা ছাড়াও রূপনারায়ণ, দামোদর নদীতে ইলিশের উপস্থিতি কীভাবে আরও বাড়ানো যায় এবং ফরাক্কা অতিক্রম করে ইলিশ কীভাবে ফের বিহার-উত্তরপ্রদেশে পৌঁছাতে পারে সে বিষয়ে নিয়ে নতুন পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এ উদ্দেশে শনিবার (২ ডিসেম্বর) দেশটির একটি কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ফরাক্কা ব্যারেজ পরিদর্শন করেছেন। ওই দলের নেতৃত্বে দেন পশ্চিমবঙ্গের বারাকপুরের কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের (সিফরি) সদস্যরা।
এছাড়া ভারতের কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রণালয়, সেন্ট্রাল ওয়াটার কমিশন, কৃষি মন্ত্রণালয়মহ একাধিক দফতরের বিশেষজ্ঞরাও ওই দলে ছিলেন।
এমএমজেড/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার