ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৭

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের পাহাড়ী সীমান্তে হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের একটি ঘাঁটিতে সন্দেহভাজন মার্কিন ড্রোন হামলায় চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের সরকারি কর্মকর্তারা হামলার তথ্য জানিয়েছেন।

ড্রোন হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়ে থাকলে, চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানে এটা চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটলো।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দু’জন কর্মকর্তা এবং স্থানীয় কর্মকর্তারা জানান, অজ্ঞাতনামা দু’টি ক্ষেপণাস্ত্র হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের কমান্ডার আবদুর রশিদ হাক্কানির লোকদের ওপর নিক্ষেপের উদ্দেশ্য ছিল।

পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিস্ফোরণের খবর জানিয়েছিল ওই এলাকার বাসিন্দারা। সরকারি একজন কর্মকর্তা জানান, আমাদের কাছে তথ্য রয়েছে যে, মার্কিন ওই ড্রোনগুলো হাক্কানিকে টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে।

তবে হাক্কানি ওই হামলায় নিহত হয়েছেন কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি। গোয়েন্দাদের দাবি, ইস্যুটি খুবই স্পর্শকাতর। সে কারণে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কেএ/জেআইএম

আরও পড়ুন