ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মীরের বিদ্রোহীদের অর্থ দেয় ভারতীয় গোয়েন্দারা

প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৪ জুলাই ২০১৫

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে টেক্কা দিতে কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলোকে অর্থ সহায়তা করে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অমরজিত সিং দৌলত এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান।

নিজের লেখা ’কাশ্মীর দ্য বাজপেয়ি ইয়ার্স’ বইয়ের মোড়ক উন্মোচনের আগে এনডিটিভিকে তিনি এ সাক্ষাৎকার দেন। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন রাজনীতিক এবং রাজনৈতিক দলের নেতাদেরকেও ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অর্থ সহায়তা করে থাকে বলেও জানান ‘র’এর এই সাবেক প্রধান।

তিনি বলেন, কাউকে অর্থ দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখা তাকে হত্যা করার চেয়ে অনেক ভাল। আর আমরা এই বিষয়টিই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে বুঝাতে চেয়েছি। তিনি আরো বলেন, ভারতীয় গোয়েন্দারা বিচ্ছিন্নতাবাদী, জঙ্গীসহ সবার সংস্পর্শে থাকে।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান স্বাধীনতা লাভের পর কাশ্মীর মূলত বিভক্ত হয়ে পড়ে। এ দুটি দেশ কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে থাকে। ১৯৮৯ সালের পর থেকেই কাশ্মীরের কয়েকটি বিদ্রোহী গ্রুপ স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। বিদ্রোহীদের অনেকেই পাকিস্তানের সাথে এক হওয়ার জন্য আন্দোলন করছে। কাশ্মীওে প্রায়ই বিদ্রোহী গ্রুপের সদস্যদের সঙ্গে ভারতীয় সৈন্যদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এসআইএস/এএইচ/আরআই