ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হবু বউমা খাটো হওয়ায় শাশুড়ির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৬ নভেম্বর ২০১৭

হবু বউমা খাটো হওয়ায় চীনের হেনান প্রদেশের নিংলিং কাউন্টিতে লিন (৪৭) নামে এক নারী আত্মহত্যা করেছেন। গত ১৭ নভেম্বর মধ্য চীনের একটি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয় বিদারক এ ঘটনায় ওই নারীর স্বামী গাও’ও নদীতে ঝাঁপ দেন। তবে তাকে উদ্ধার করা হয়েছে। শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, হবু বৌমাকে খুব একটা পছন্দ করতেন না লিন।

ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ছেলের হবু স্ত্রী শ্বশুরবাড়িতে দামি গাড়ি, উপহারের দাবি করেছিলেন। কিন্তু লিন ও তার পরিবারের আর্থিক স্বচ্ছলতা ছিল না।

তবে নিংলিংয়ের প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট হবু স্ত্রীর কম উচ্চতার জন্যই লিন আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে। লিনের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বিএ/জেআইএম

আরও পড়ুন