ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

টরেন্টোতে রিফুয়েলিং স্টাফদের ধর্মঘট : ২ শতাধিক ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৪ জুলাই ২০১৫

বিমানের রিফুয়েলিংয়ের দায়িত্বে থাকা স্টাফদের হঠাৎ ধর্মঘটের কারণে শুক্রবার টরেন্টোর বৃহত্তম বিমানবন্দরের দুই শতাধিক ফ্লাইট বাতিল এবং আরো অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে। এতে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও বোর্ডিং কাউন্টারে বিশৃংখলা দেখা যায়। এর ফলে বেশকিছু বিমান ছাড়তে অনেক দেরী হয়। এতে যাত্রীদের অনেক দুর্ভোগে পড়তে হয়।

বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়, বিমানের রিফুয়েলিং স্টাফদের ধর্মঘটের কারণে টরেন্টো পিয়ারসন বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সেখানে রিফুয়েলিং স্টাফদের ধর্মঘট অব্যাহত থাকায় শ্রমিক ঘাটতির কারণে বিমান চলাচলের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে ওই বিমানবন্দরের ১৮৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের ওয়েবসাইট থেকে জানা যায়, পরে আরো ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

কনসলিডেট অ্যাভিয়েশন ফুয়েলিং অব টরেন্টোর সাথে সম্পর্ক ছিন্নের এয়ারলাইন কনর্সোটিয়ামের সিদ্ধান্তের প্রতিবাদে রিফুয়েলিং স্টাফরা হঠাৎ কর্ম বিরতির ডাক দেয়ায় সেখানে এ পরিস্থিতির উদ্ভব ঘটে। বৃহত্তর টরেন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ও সিইও হাওয়ার্ড ইং এ সংকট সমাধানের দ্রুত উপায় খুঁজে বের করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরএস/এমএস