ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

প্যারিসের রাস্তায় বাঘ : গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৫ নভেম্বর ২০১৭

প্যারিসে আইফেল টাওয়ারের কাছে জনসম্মুখে চলে আসে একটি বাঘ। তবে কারো কোনো ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর বিবিসি।

বাঘটির মালিক বোরমান সার্কাস নামের একটি প্রতিষ্ঠান, যারা মাত্র কয়েকদিন আগেই প্যারিসে এসেছে। ৩ ডিসেম্বর থেকে তাদের প্রদর্শনী শুরু হওয়ার কথা।

কিন্তু শুক্রবার সার্কাস থেকে বেরিয়ে যায় বাঘটি। এরপর প্যারিস জুড়ে সেটি ঘোরাফেরা করতে শুরু করে।

আইফেল টাওয়ারের দক্ষিণে রাস্তায় বাঘ দেখে জরুরি বিভাগে খবর দেয় স্থানীয়রা।

তবে কারো কোনো ক্ষতি করার আগেই সার্কাসের লোকজনই শটগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে। ফরাসি একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা ছিল সত্যিই বিশাল একটি বাঘ। আমরা দুই-তিনটি গুলির শব্দ শুনলাম। এরপর দেখতে পেলাম পুলিশ একটি ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে।

পরে পুলিশ একটি টুইট বার্তায় জানিয়েছে, বাঘটি ছুটে গিয়েছিল কিন্তু বিপদ কেটে গেছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

এআরএস/এমএস

আরও পড়ুন