পূর্বজন্মের পাপের ফল ক্যান্সার : আসামের স্বাস্থ্যমন্ত্রী
পূর্বজন্মে কোনো পাপ করলে তার ফল স্বরূপ পরের জন্মে ক্যান্সার হয় এবং এই রোগ সৃষ্টিকর্তার ন্যায়বিচার বলে মন্তব্য করেছেন ভারতের আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের নাগরিকরা।
বুধবার গুয়াহাটিতে এক জনসভায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘মানুষের ক্যান্সারের মতো রোগ হয় তাদের মা-বাবার পাপের কারণে। আমরা পাপ করলে সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দেন। কখনও কখনও যুবকদের দেখা যায় দুর্ঘটনার শিকার কিংবা ক্যান্সারে আক্রান্ত হতে।’
তিনি আরও বলেন, ‘গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, সেটা কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তার ন্যায় বিচার। অন্য কিছু না। সৃষ্টিকর্তার ন্যায় বিচার আমাদের সহ্য করতে হবে।’ মন্ত্রীর এ ধরনের কথায় মনঃক্ষুণ্ন হয়েছেন ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার স্বজনরা।
হিমন্তর বক্তব্যকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছে বিরোধী দলগুলো। জনগণের সামনে তাকে এ ব্যাপারে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তারা।
অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের দাবি, হিমন্তের ওই বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে, রাজ্যে ক্যান্সার রোগ প্রতিরোধে তিনি একেবারে ব্যর্থ।
স্মিতা শর্মা নামে একজন টুইট করেন, ‘কারও ব্যক্তিগত বিষয়ে আমি টুইট করি না। তবে আমার এক আত্মীয় মাত্র ১১ বছর বয়সে তার ক্যান্সার আক্রান্ত বাবাকে হারানোর কারণে মুখ খুলতে হচ্ছে। ক্যান্সারের কারণে এরকম অসংখ্য পরিবারের সদস্যরা ভুগছে। আমি চাই না আমার কোনো খারাপ শত্রুর কারও এরকম হোক। আপনার জন্য লজ্জা হচ্ছে মন্ত্রীসাহেব।’
রেখা রাও নামের আরেকজন টুইট করেন, ‘ভয়ঙ্কর ব্যাপার। ক্যান্সারের কারণে আমি আমার মাকে হারিয়েছি। তিনি আপনাকে খুব পছন্দ এবং সম্মান করতেন। অথচ পাপী নয় এমন কাউকে আপনি পাপী বলে প্রচার করছেন শর্মা! আপনার মন্তব্যে ক্যান্সার আক্রান্ত সবাইকে এবং তাদের ভালবাসার মানুষের অপমান করা হয়েছে।’
সূত্র : বিবিসি
কেএ/আইআই