ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিহারে ১৪০০ স্কুল শিক্ষকের পদত্যাগ

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৩ জুলাই ২০১৫

ভারতের পূর্বাঞ্চলের বিহার রাজ্যে ভুয়া সনদ নিয়ে চলমান তদন্তের মধ্যে গত কয়েক মাসে প্রাথমিক স্কুলের প্রায় ১৪ শ’ শিক্ষক পদত্যাগ করেছেন।

রাজ্যের শিক্ষা বিভাগের মুখ্যসচিব আর কে মহাজন বলেন, যেসব শিক্ষক ভুয়া সনদপত্র দিয়ে স্কুলে চাকরি নিয়েছেন তাদের জন্য ক্ষমা ঘোষণার একটি সময় দেয়া হয়েছে। আর এ সময় শেষ হওয়ার আগে আরো অনেকে পদত্যাগ করতে পারেন। ক্ষমা ঘোষণায় বলা হয়েছে, ভুয়া সনদ নিয়ে যারা স্কুলে চাকরি নিয়েছেন তারা আইনি পদক্ষেপ এড়াতে নিজে থেকে পদত্যাগ করতে পারেন। মুখ্যসচিব আরো বলেন, আদালতের ক্ষমা ঘোষণার আগেই প্রায় ১৪শ’ শিক্ষক পদত্যাগ করেছেন।

রাজ্যটিতে উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া কমপক্ষে ২৫ হাজার লোক সরকারি স্কুলে যোগ দিয়েছেন এমন আশঙ্কার মধ্যে হাইকোর্ট গত মে মাসে রাজ্যের সাড়ে তিন লাখ প্রাথমিক শিক্ষকের ব্যাপারে তদন্তের নির্দেশ দেন।

আদালত গত মাসে ক্ষমা ঘোষণা দেন। আগামী ৯ জুলাই ক্ষমার সময় শেষ হওয়ার কথা রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগেই শিক্ষকদের জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। আর এ নিয়ে চলা তদন্তের প্রেক্ষাপটে পদত্যাগের ঘটনা ঘটেছে।

এসআইএস/একে/আরআই