ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিসরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত শতাধিক

প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০২ জুলাই ২০১৫

মিসরের উত্তর সিনাইয়ে সামরিক তল্লাশি চৌকিগুলিতে জঙ্গির হামলায় শতাধিক জঙ্গি ও ১৭ সেনা নিহত হয়েছে। বুধবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

রয়টার্স জানায়, এটি গত কয়েক বছরের মধ্যে সিনাই প্রদেশে জঙ্গিদের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা। লড়াই চলাকালে জঙ্গিদের দমনে এফ-১৬ জঙ্গিবিমান ও অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করেছে মিসরের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, ঐ এলাকায় জঙ্গিদের আস্তানা পরিষ্কার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বুধবার রাতে সেনাবাহিনীর এক মুখপাত্র উত্তর সিনাইয়ের পরিস্থিতি ‘১০০ ভাগ নিয়ন্ত্রণে আছে’ বলে দাবি করেছেন। পরে নিরাপত্তা সূত্রগুলো ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করা হয়েছে।

তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ১৫টি নিরাপত্তা স্থাপনায় হামলা চালানো হয়েছে জানিয়ে ইসলামি স্টেট (আইএস) সিনাই প্রদেশ শাখা হামলার দায় স্বীকার করেছে।

বিবৃতিতে ১৭ জন সেনা নিহত হওয়ার কথা বলা হলেও কিছু নিরাপত্তা সূত্র সেনাবাহিনী ও পুলিশের আরো অনেক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন।

এসকেডি/আরআই