ইয়েমেনে মানবিক বিপর্যয় বাড়াচ্ছে সৌদি জোটের অবরোধ
ইয়েমেনের ওপর আরোপ করা সৌদি জোটের অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের তিনটি সংস্থা। দেশটিতে মানবিক বিপর্যয় ঠেকাতে প্রয়োজনীয় ত্রাণ যেন সেখানে পৌঁছানো যায়- সে জন্যই এ আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, অবরোধ চলতে থাকলে লাখো জীবন ঝুঁকির মুখে পড়বে।
সেখানকার একটি হাসপাতালের একজন চিকিৎসক সাংবাদিকদের একটি শিশুকে দেখিয়ে বলেন, শিশুটি তীব্র অপুষ্টিতে ভুগছিল। তবে বিশেষজ্ঞরা তাকে চিকিৎসা দেয়া শুরু করেছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে।
মোহাম্মদ আব্দু নামে ঘর হারানো এক ব্যক্তি বলেন, আমার সন্তান প্রতিবন্ধী। আমি আমার সন্তানদের নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেছি কেউ সাহায্য করবে এই আশায়। উদ্বাস্তু বহু মানুষকে এখন দেখা যায় ইয়েমেনের সড়কগুলোতে।
সৌদি আরবের প্রতি অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘ বলছে, অবরোধ তুলে নিয়ে ত্রাণ না পৌঁছাতে পারলে বহু শিশুসহ হাজারো মানুষ মারা যাবে।
অবরোধের আংশিক প্রত্যাহার কোনো কাজে দেবে না বলেওে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সূত্র: প্রেস টিভি।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা