ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শিশুর গলায় জ্যান্ত কৈ মাছ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১৫ এএম, ১৭ নভেম্বর ২০১৭

শিশুদের আশপাশে এমন কিছু রাখা উচিত না যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। একটুর জন্য বড় ধরনের বিপদ থেকে বাঁচানো গেছে ভারতের এক শিশুকে। খবর আনন্দবাজার।

জ্যান্ত একটি কৈ মাছ ওই শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল। আট মাসের শিশুটি তীব্র যন্ত্রণায় ছটফট করছিল। মালদহ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা পরে শিশুটির গলা থেকে কই মাছটি বের করে আনেন।

কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা আট মাস বয়সী শিশুটির মা আমিনা বিবি আক্ষেপ করে বলেন, কেন যে ভুল করে বাচ্চাদের সামনে রেখেছিলাম মাছগুলো।

বুধবার বিকালে মাছ আনেন শিশুটির বাবা রহিম। আমিনা যেখানে সেগুলো রেখেছিলেন, তার কাছেই খেলছিল তার চার বছরের ছেলে রাহুল আর আট মাস বয়সী শিশু হামিদ।

রাহুল খেলতে খেলতে ভাইয়ের মুখে জ্যান্ত কৈ ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হামিদকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামিদকে দেখার পরে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চার জনের একটি টিম মাত্র দশ মিনিটের মধ্যেই ল্যারিঙ্গোস্কোপি করে শিশুটির শ্বাসনালীতে আটকে থাকা কৈ বের করে ফেলেন তারা। কৈ মাছটাও তখনও বেঁচে ছিল।

টিটিএন/আইআই

আরও পড়ুন