ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৬ নভেম্বর ২০১৭

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে চারজন আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারীদের মধ্যে নারীরাও ছিল। মুনা জেলায় তারা নিজেদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে বোর্নো প্রদেশের মাইদুগুরি শহরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামই সাধারণ এ ধরনের হামলা চালিয়ে থাকে। বহুদিন ধরেই নারী আত্মঘাতীদের দিয়ে হামলা চালাচ্ছে এই জঙ্গি সংগঠন।

প্রাদেশিক কর্মকর্তা বেল্লো দামবাত্তা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় মাগরিবের নামাজের সময় প্রথম হামলা চালানো হয়। ওই হামলায় সাতজন নিহত হয়।

আরো এক আত্মঘাতী একটি বাড়িতে হামলা চালায় এবং বাকি দু’জন নিজেদের নির্ধারিত পরিকল্পনার আগেই বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়।

টিটিএন/আরআইপি

আরও পড়ুন