ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দার্জিলিংয়ে পাহাড় ধসে নিহত ২০

প্রকাশিত: ০৬:০০ এএম, ০১ জুলাই ২০১৫

প্রবল বর্ষণের কারণে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় পাহাড় ধসে  অনন্ত ২০ নিহত হয়েছে। এছাড়া  আরো অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজনসহ কালিম্পংয়ের ৬ জন, মিরিকের ৮ জন, সুখিয়াপোখরিতে ১ জন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, ধসের ফলে শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই পাহাড়ে ওঠা ও নামার রাস্তা বন্ধ হয়ে পড়েছে। রাস্তায় একাধিক জায়গায় দাঁড়িয়ে পড়েছে সারি সারি গাড়ি। দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক শত পর্যটক।

পাহাড়ের প্রশাসন ইতিমধ্যে উদ্ধার কাজে নেমেছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন এই মুহূর্তে উদ্ধারকাজ এবং চিকিৎসা প্রদান করা বড় চ্যালেঞ্জ।

এসকেডি/এমএস