ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মহাকাশে রেকর্ড গড়লেন রুশ নভোচারী

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ৩০ জুন ২০১৫

মহাশূন্যে সর্বোচ্চ সময় কাটিয়ে নতুন রেকর্ড গড়েছেন রুশ নভোচারী গেন্নাদি পাদালকা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বর্তমান কমান্ডার গেন্নাদি মোট ৮০৩ দিন মহাকাশে কাটিয়েছেন। রুশ মহাকাশ সংস্থা মঙ্গলবার এ কথা জানায়।

রাশিয়ার ফেডারেল মহাকাশ সংস্থার রোসকসমসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘এই রেকর্ড আনুষ্ঠানিক। গেন্নাদি পাদালকা মহাশূন্যে সর্বোচ্চ সময় কাটানো ব্যক্তি হয়েছেন।’

পাদালকা গত ২১ জুন ৫৭ বছরে পা দিয়েছেন, সামরিক পাইলট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত পেদালকা বর্তমানে তার পঞ্চম মহাকাশ মিশনে রয়েছেন। ১৯৯৮ সালে তিনি প্রথম মহাকাশে যাত্রা করেন। মিশন শেষে পাদালকা যখন ভূপৃষ্ঠে ফিরবেন তখন তার মহাকাশে অবস্থানের মোট দিন হবে ৮৭৭, যা প্রায় আড়াই বছর।

একে/আরআই