ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইয়েমেনে আইএসের হামলায় নিহত ২৮

প্রকাশিত: ১২:১৯ পিএম, ৩০ জুন ২০১৫

ইয়েমেনে জঙ্গি গ্রুপ আইএসের হামলায় ২৮ জন নিহত হয়েছে। সোমবার রাতে রাজধানী সানায় শিয়া হুতি বিদ্রোহীদের দুই নেতার বাসভবনে ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালায়। নিহতদের মধ্যে আটজন নারীও রয়েছেন। হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে।

নিরাপত্তা সূত্রে বলা হয়েছে, এ হামলার লক্ষ্য ছিল হুতি বিদ্রোহী প্রধানের দুই ভাই ফয়সাল ও হামিদ জায়াসি। পরিবারের একজনের মৃত্যুতে শোকসমাবেশ চলাকালে এ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার পর হুতি বিদ্রোহীরা হামলাস্থলের আশেপাশের এলাকা বন্ধ করে দেয়। কেবলমাত্র জরুরি সার্ভিস ও সহায়তাকারীদের সেখানে ঢুকতে দিচ্ছে।

এদিকে অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে আইএস জিহাদী গ্রুপ ইয়েমেনি রাজধানীতে গাড়ি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।

চরমপন্থী সুন্নী জিহাদীরা শিয়াদের প্রতি বৈরী। বিভিন্ন দেশে সুন্নী জিহাদীরা প্রায়ই শিয়াদের ওপর হামলা চালিয়ে আসছে। সর্বশেষ শুক্রবার কুয়েতের এক শিয়া মসজিদে সৌদি নাগরিকের আত্মঘাতী হামলায় ২৬ জন নিহত ও ২২৭ জন আহত হয়েছে। এছাড়া গত ২০ জুন সানায় এক শিয়া মসজিদে আইএসের হামলায় দুই জন নিহত ও ১৬ জন আহত হয়।

আরএস/আরআইপি