গ্রিসে ঋণ সংকট : প্রধানমন্ত্রী সিপরাস`র পদত্যাগের হুঁশিয়ারি
আগামী রোববার গ্রিসের ঋণ সংকট নিয়ে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস। তিনি বলেন, কৃচ্ছতার বিরুদ্ধে স্পষ্ট ভোট এই সংকটের সুষ্ঠু নিষ্পত্তিতে সহায়তা করবে। আর ব্যয় হ্রাসের পক্ষে জনগণ মত দিলে তিনি আর ক্ষমতায় থাকবেন না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)’র পাওনা টাকার কিস্তি পরিশোধের সময়সীমা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। গ্রিসকে মঙ্গলবারের মধ্যে আইএমএফ’র এক দশমিক ৬ বিলিয়ন ইউরোর ঋণ পরিশোধ করার কথা রয়েছে, না হলে দেশটিকে একক মুদ্রা ও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়তে হবে।
আইএমএফ’র ঋণের কিস্তি ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার মধ্যে পরিশোধ করতে হবে। এদিকে কিস্তি পরিশোধের সময়সীমা যতই কাছে আসছে, ঠিক সেই সময় সোমবার রাতে আন্তর্জাতিক ঋণ দাতারা শেষ মিনিটের একটি প্রস্তাব দিয়েছে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দেন যে গ্রিসের জনগণ যদি ‘না’ ভোট দেবার মাধ্যমে ঋণ দাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে বুঝতে হবে গ্রিস ইউরো থেকে বেরিয়ে যেতে চায়। তবে সিপরাস বলেছেন, তিনি এমনটা চান না।
গত সপ্তাহে গ্রিস ও ঋণ দাতাদের আলোচনা ভেস্তে যায়। এ প্রেক্ষাপটে গ্রিস সারা সপ্তাহ জুড়ে দেশটির ব্যাংকগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে সিপরাস ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখান করতে গ্রিসবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এটা আলোচনার টেবিলে গ্রিসের হাতে আরো শক্তিশালী অস্ত্র তুলে দেবে।
আরএস/এমআরআই