ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফের বিক্ষোভে উত্তাল কাতালোনিয়া, আটক নেতাদের মুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৩ এএম, ১২ নভেম্বর ২০১৭

কাতালোনিয়ার স্বাধীনতাকামী আটক নেতাদের মুক্তির দাবিতে বার্সেলোনায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ওই অঞ্চলের প্রায় সাড়ে ৭ লাখ কাতালান বিক্ষোভে অংশ নেন। এসময় তারা আটক কাতালান নেতাদের মুক্তির দাবি জানান।

এদিকে বিক্ষোভের পর কাতালোনিয়ায় যাওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ১৫ দিন আগে কাতালোনিয়ায় স্পেনের সরাসরি শাসন জারির পর এ প্রথম সেখানে সফরে যাবেন তিনি।

katalonia-1

আঞ্চলিক সরকারকে বহিষ্কারের পর আগামী ডিসেম্বরে কাতালোনিয়ায় নির্বাচনের ডাক দিয়েছেন তিনি। তার মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের এক সমাবেশে ভাষণ দেবেন তিনি।

একতরফা স্বাধীনতা ঘোষণার পর চলতি মাসে কাতালোনিয়া সরকারের বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়। গত অক্টোবরে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত বিতর্কিত গণভোটের জেরে ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা শুরু হয়। কাতালোনিয়ার এই গণভোট স্পেনের আদালত নিষিদ্ধ করেছিল।

katalonia-1

কাতালান কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার প্রচারাভিযান ৯২ শতাংশে ভোটে জয়ী হয়েছে; তবে মোট ভোট পড়েছে ৪৩ শতাংশ। তবে স্বাধীনতার বিপক্ষে থাকা অনেকেই ভোট প্রদান থেকে বিরত থেকেছেন এবং ভোটের বৈধতাকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন।

গণভোটের পর স্পেন সরকার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট ভেঙে দিয়ে সরাসরি কেন্দ্রী শাসন জারি করেছে। আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ার আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। মাদ্রিদের ব্যাপক কড়াকড়ির মধ্যে কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজেমন স্বেচ্ছা নির্বাসনে বেলজিয়ামে পাড়ি জমিয়েছেন। রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে স্পেনের আদালতে তার শীর্ষ মিত্রদের বিচার চলছে।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন