পাকিস্তানে তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ১১৫০
পাকিস্তানে তীব্র তাপদাহে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির সবচেয়ে বড় শহর করাচিতে এখন শুধুই মৃত্যুর মিছিল। তাপপ্রবাহ ছিনিয়ে নিয়েছে প্রায় এক হাজার একশ ৫০ জনের প্রাণ। তাপমাত্রা কমতে থাকায় অল্প হলেও ফিরেছে স্বস্তি। তবে পাকিস্তানে এখন শুধুই হাহাকার।
গত কয়েকদিনের তাপপ্রবাহ ছিনিয়ে নিয়েছে কারো স্বামী, কারো বাবা-মা, কারো সন্তান, কারো পরিজনকে। প্রাথমিক শোক কাটিয়ে উঠে এখন প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করছেন মৃতের আত্মীয়রা।
তাপমাত্রা ৪৪ ডিগ্রি। সঙ্গে রমজানের উপবাস। তার ওপর ঘন ঘন লোডশেডিং। প্রাণ ওষ্ঠাগত করাচির বাসিন্দাদের। প্রচণ্ড গরমে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মানুষ।
দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে স্থানীয় হাসপাতাল, মর্গ ও কবরস্থান কর্তৃপক্ষ।
বিএ/আরআইপি