ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গ্রিস সংকটের ধাক্কা ভারতেও

প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৯ জুন ২০১৫

অতলান্তিকের ঢেউয়ে উত্তাল গ্রিস। তবে গ্রিস ছেড়ে তাদের সংকটের ধাক্কা এখন বিশ্ব বাজারেও। এশিয়াজুড়ে শেয়ারবাজারে নেমেছে ধস। সংকটে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের শেয়ারবাজার। এক ধাক্কায় সোমবার সকালে মুম্বাই শেয়ারবাজারের সূচক সেনসেক্স প্রায় ৫০০ পয়েন্ট পড়ে গেছে। নিফটি পড়েছে প্রায় ১৬৬ পয়েন্ট।

অন্য দিকে, ব্যাংকের তহবিল ফাঁকা হয়ে যাওয়ার ভয়ে গ্রিসের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যালেক্সি সিপ্রাসের সরকার। ব্রাসেলস-এর আলোচনায় এখনো গ্রিসের সংকট মেটার ইঙ্গিত মেলেনি। তার উপরে আইএমএফ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এবং অন্য ঋণদাতা সংস্থাগুলির শর্ত মানা হবে কি-না তা জানতে গণভোটের ডাক দিয়েছেন সিপ্রাস।

আগামী ৫ জুলাই এ গণভোট হওয়ার কথা। তবে, তার আগে গ্রিসের সংসদে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু, সিপ্রাসের এই গণভোটের ডাক ভালো চোখে দেখছে না ঋণদাতারা। ফলে সংকট আরো ঘনীভূত হয়েছে।

আগামী দু’দিনের মধ্যে গ্রিসকে আইএমএ-এর পুরনো ঋণের বড় কিস্তি শোধ দিতে হবে এবং শর্ত মেনে নতুন ঋণ নিতে হবে। এটা বর্তমান অবস্থায় গ্রিসের পক্ষে কার্যত অসম্ভব।

বিএ/আরআইপি