হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ নিহত
ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক সৌদি যুবরাজ নিহত হয়েছে। এছাড়া হেলিকপ্টাটিতে থাকা বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। সৌদি আরবের স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
নিহত যুবরাজের নাম মনসুর বিন মাকরিন। তিনি অাসির প্রদেশের গর্ভনর ছিলেন।
বিবিসি’র খবরে বলা হয়েছে, যুরবাজ ও তার কর্মকর্তারা হেলিকপ্টারে করে ইয়েমন সংলগ্ন এলাকায় জরিপ পরিচালনা করছিলেন। এ সময় হঠাৎ বিমানটি বিধ্বস্ত হয়। আরোহীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
যুবরাজের মনসুর বিন মাকরিনের পিতার ছিলেন সৌদি যুবরাজ। তার পিতার নাম মাকরিন বিন আব্দুল আজিজ। ২০১৫ সালে তার সৎ ভাই বর্তমান রাজা সালমান তাকে সরিয়ে ক্ষমতা দখল করেন।
উল্লেখ্য, এ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। গতকাল দুর্নীতির অভিযোগে ১১ সৌদি যুবরাজ ও ৪ মন্ত্রীকে আটক করা হয়।
এআরএস/এমএস