ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আর্জেন্টিনার সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১২ এএম, ০৪ নভেম্বর ২০১৭

আর্জেন্টিনার সাবেক ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দুর্নীতির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ক্রিসটিনা ফার্নেনদেজ প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা গ্রেফতার হলেন। খবর রয়টার্স।

আমাদো বৌদৌ ফার্নেনদেজ সরকারের অর্থনীতি বিষয়ক মন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ থাকার অভিযোগে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গত মাসেই ফার্নেনদেজের সাবেক পরিকল্পনামন্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের হাতে আটক হওয়া ভাইস প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আমাদো বৌদৌর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০০৯ সালের। সেসময় তিনি সামাজিক নিরাপত্তা প্রশাসনের প্রধান থেকে ফার্নেনদেজের অর্থনীতি বিষয়কমন্ত্রী হিসেবে যোগ দেন।

ফার্নেনদেজ দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর ২০১১ সালে আমাদো বৌদৌকে ভাইস প্রেসিডেন্ট করা হয়। এদিকে ফার্নেনদেজের সাবেক পরিকল্পনামন্ত্রী জুলিও ডে ভিডোকে গত ২৫ অক্টোবর মধ্যবর্তী নির্বাচনের তিনদিন আগে আটক করে পুলিশ। সাবেক প্রেসিডেন্ট ফার্নেনদেজ নিজেও দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন