জাতিসংঘের পারমাণবিক সম্মেলন এড়িয়ে গেল ইরান
জাতিসংঘের পারমাণবিক শক্তি নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নেয়নি ইরান। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে এই সম্মেলন শুরু হয়েছে।
বার্তাসংস্থা এপি বলছে, সোমবার থেকে রাজধানী আবু ধাবিতে শুরু হওয়া এ অধিবেশনে ইরানি প্রতিনিধির আসন শূন্য দেখা গেছে। সম্মেলনের কর্মীরা বলছেন, অনুষ্ঠানে ইরানি প্রতিনিধিরা কথা বলবেন না বলে তাদের অ্যাপয়নমেন্ট বাতিল করেছেন।
তবে এ ব্যাপারে মন্তব্যের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছে তাৎক্ষণিকভাবে পৌঁছা যায়নি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইয়ুকিয়া আমানো সম্মেলনে দেয়া বক্তব্যে ইরানকে এড়িয়ে গেছেন। রোববার তেহরান সফরে গিয়েছিলেন আনবিক সংস্থার এই কর্মকর্তা।
২০১৫ সালের ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির পর এখনো তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ সন্দেহের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং প্রতিবেশি সৌদি অারব।
সূত্র : এপি।
এসআইএস/এমএস