ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদির নামে ভুয়া ঋণ প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২২ এএম, ২৮ অক্টোবর ২০১৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে ভুয়া ঋণ প্রকল্পের ব্যাপারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অভিযুক্ত করে তদন্তে নেমেছে সিবিআই। ১১ মাস আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে একটি অভিযোগও পেয়েছিল সংস্থাটি। সেখানে উল্লেখ আছে, প্রধানমন্ত্রীর নামের অপব্যবহার করা হচ্ছে।

২০১৬ সালের ১১ জুলাই ভারতের শীর্ষ একটি দৈনিকে বিশাল বিজ্ঞাপন প্রকাশ করে অভিযুক্ত অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনার অধীনে ঋণ দেয়া হবে।

সেখানে আরও উল্লেখ করা হয়, ঋণ পেতে কোনো রকম কাগজপত্র লাগবে না, জামিনদার লাগবে না এবং কোনো সুদও লাগবে না। অনলাইনের একটি ঠিকানা উল্লেখ করে বলা হয়, সেখানে আবেদন করলে মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঋণ দেয়া হবে।

অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নাম অপব্যবহার করে এভাবে ঋণ প্রদানের পুরো ঘটনাই জালিয়াতি ছাড়া আর কিছু নয়।

সূত্র : এনডিটিভি

কেএ/আরআইপি

আরও পড়ুন