প্রেসিডেন্টের ওপর নজরদারি খবর যুক্তরাষ্ট্রের অস্বীকার
ওঁলাদসহ ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) গোয়েন্দাগিরি করছে উইকিলিকসের এমন অভিযোগকে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রিস দাবি করেন, ‘প্রেসিডেন্ট ওঁলাদের যোগাযোগের বিষয়ে আমরা নজরদারি করছি না, ভবিষ্যতেও করব না।’
তবে অতীতে কী ধরনের নজরদারি হয়েছে, তা উল্লেখ করেননি এই মার্কিন কর্মকর্তা। তার ভাষ্য, জাতীয় নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ও যৌক্তিক কোনো উদ্দেশ্য না থাকলে বিদেশিদের ওপর নজরদারি করা হয় না।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, ‘আন্তর্জাতিক উদ্বেগের সব বিষয় নিয়ে আমরা ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি। ফ্রান্স আমাদের অপরিহার্য সহযোগী।’
প্রসঙ্গত, মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে উইকিলিকস দাবি করে, ২০০৬-১২ সাল পর্যন্ত জ্যাক শিরাক, নিকোলা সারকোজি ও ফ্রাসোয়া ওঁলাদের ওপর গোয়েন্দাগিরি করেছে এনএসএ। এ বিষয়ে আলোচনা করতে আজ প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ।
উইকিলিকসের দাবি, ওই তিন প্রেসিডেন্ট ছাড়াও ফরাসি মন্ত্রিসভার সদস্য ও যুক্তরাষ্ট্রে ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের ওপর এনএসএর সরাসরি নজরদারি থেকে ওই সব নথি পাওয়া গেছে।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, ফরাসি জনগণের জানার অধিকার আছে, তাদের নির্বাচিত সরকার কথিত এক মিত্রের বৈরি নজরদারির শিকার।
এসকেডি/পিআর