ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পুরোহিত বিয়ে করলে সরকার দেবে তিন লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:০৭ এএম, ২২ অক্টোবর ২০১৭

মেয়েরা নাকি পুরোহিত স্বামী পছন্দ করছে না। তাই দক্ষিণ ভারতের তেলেঙ্গানায় কয়েক হাজার ব্রাহ্মণ পুরোহিত বিয়ে করতে পারছেন না। 

এ পরিস্থিতিতে রাজ্যের নারীদের পুরোহিত বিয়ে করতে উৎসাহ দেয়ার জন্য তিন লাখ রুপি সহায়তার কথা জানিয়েছে তেলেঙ্গানা সরকার।

এদিকে রাজ্য সরকার খতিয়ে দেখছে, ব্রাহ্মণ পুরোহিতদের আয় কমেছে। তাই মেয়েরা পছন্দের তালিকা থেকে পুরোহিতদের বাদ দিচ্ছেন।

তেলেঙ্গানা ব্রাহ্মণ উন্নয়ন পরিষদের অন্যতম সদস্য অবধানুলা নরসিমহা শর্মার ভাষায়, অনেক পরিস্থিতিতে এমনও হচ্ছে যে বিয়ের সমস্ত খরচ বহন করতে চাওয়ার পরও মেয়ের পরিবার বিয়ে দিতে রাজি হয়নি।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানা রাজ্যে ৩১টি জেলা রয়েছে। গড়ে প্রতিটি জেলায় হাজার তিরিশেক বিবাহযোগ্য ব্রাহ্মণ পুরোহিত আছেন। 

পুরোহিত পাত্রকে বিয়ে করতে উৎসাহ দেয়াসহ ব্রাহ্মণদের উন্নয়নের জন্য সরকার মোট একশো কোটি রুপি বাজেট বরাদ্দ করেছে।
তবে বিয়ের এই বিষয়টি নিয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। 

প্রশ্ন তোলা হচ্ছে, এই পেশায় নিযুক্তদের জীবনযাত্রার মান না বাড়িয়ে বিয়ে করার জন্য উৎসাহ ভাতা কেন দিতে যাচ্ছে সরকার?

এনএফ/এমএম

আরও পড়ুন