আইভরিকোস্টের আবিদজানে চলতি মাসে বৃষ্টিতে ১৬ জনের প্রাণহানি
আইভরিকোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা, ভূমিধসসহ বিভিন্ন কারণে চলতি মাসে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে।
বেসামরিক সুরক্ষা বিষয়ক প্রধান জেনারেল ফাকরি কিলি বলেন, আবিদজানের পার্শ্ববর্তী আটেকাউবি ও আদজামে এলাকায় ভূমিধস ও ঘরের দেয়াল ভেঙে কয়েক জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের শুরুতে বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়।
শুক্রবার দমকল বাহিনীর এক পর্যবেক্ষক জানান, ৭ থেকে ১৮ জুনের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আবিদজানের বিভিন্ন জেলায় মরদেহগুলো পাওয়া গেছে। রাষ্ট্র পরিচালিত দৈনিক ফ্রাটারনিটে মাটিনের শুক্রবারের সংস্করণে ১০ জনের মৃত্যুর খবর লেখা হয়।
আবিদজানে প্রতি বছর বৃষ্টি সংশ্লিষ্ট প্রাণহানি ঘটে। ২০০৯ সালে জুনে ২১ জন ও ২০০৮ সালে ৭ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০১১ সালে ১১ ও ২০১৪ সালে ৩৯ জনের প্রাণহানি ঘটে।
একে/আরআই