ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দেওয়ালিতে শান্তি বজায় রাখার অনুরোধ মমতার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:১৩ এএম, ১৮ অক্টোবর ২০১৭

হিন্দুদের জাঁকজমকপূর্ণ আলোর উৎসব দেওয়ালিতে রাজ্যের সবখানে সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মানুষকে কারও প্ররোচনায় পা না দেয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় গিরীশ পার্কের কাছের একটি মন্দিরে কালীপূজার উদ্বোধনের পর মমতা বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে আলোর উৎসবে আনন্দ করুন। তবে সতর্ক থাকবেন, কারও আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়।

তিনি আরও বলেন, কোনো রকম অশান্তি হতে দেবেন না। অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। সতর্ক থাকবেন।

পূজার এই দিনগুলোতে শান্তি বজায় রাখতে কলকাতা পৌরসভার সব কাউন্সিলরের প্রতি বাড়তি নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। পরে শেক্সপিয়র সরণি, জানবাজার ও হরিশ মুখার্জি রোডেও কালীপূজার উদ্বোধন করেন তিনি।

সূত্র : আনন্দবাজার

কেএ/আইআই

আরও পড়ুন