ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাংলাদেশকে সহায়তা দিতে জাতিসংঘের বিশ্ব সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ লক্ষে আগামী ২৩ অক্টোবর একটি সম্মেলনে বসার ঘোষণা দিয়েছে সংস্থাটি। রাখাইন থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি। জাতিসংঘের সহযোগী তিন সংস্থা শরণার্থী বিষয়ক সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জরুরি ত্রাণ সমন্বয়ক ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক ও আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক অ্যাজেন্সি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আওএম) মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং এই সম্মেলন আয়োজনের ডাক দিয়েছেন।

জাতিসংঘ বলছে, আগস্টের শেষের মিয়ানমারের রাখাইনে শুরু হওয়া নিপীড়নে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশি বাংলাদেশে পালিয়েছে। রোহিঙ্গাদের এই পলায়ন বিশ্বের দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া মানবিক সঙ্কটের সৃষ্টি করেছে।

ওই তিন সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায়, ধারাবাহিক পলায়ন ও আশ্রয়দাতা দেশকে সহায়তা দিতে শান্তিপূর্ণ সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে ফিলিপ্পো গ্রান্ডি, মার্ক লোকোক, লেসি সুইং বলেন, এই সঙ্কটের উৎস এবং সমাধান মিয়ানমারেই। বাংলাদেশের প্রশংসা করে তারা বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা আশ্রয়ের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছে। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ ও স্থানীয় সম্প্রদায় যে মানবিকতা দেখিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

এসআইএস/আইআই

আরও পড়ুন