ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কুর্দি যোদ্ধাদের আক্রমণে পিছু হঠেছে আইএস

প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

কুর্দি যোদ্ধাদের আক্রমণে মসুলের দিকে হঠেছে আইএস সদস্যরা। বুধবার ভোর থেকে ইরাকের ইসলামপন্থী জঙ্গি দল ইসলামিক স্টেট ফর ইরাক লেভান্ট ও স্থানীয় কুর্দিরা মুখোমুখি সংঘাতে লিপ্ত হয়েছে। প্রায় এক হাজার কুর্দি যোদ্ধা কুর্দিস্তানের রাজধানী ইরবিলে মুখোমুখি হয়।

যদিও এক মাস আগে মসুল ও ইরবিলের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আইএস, তারপরেও মার্কিন সহায়তা ও ইরাকের সামরিক বাহিনীর সহায়তায় জঙ্গি বিরোধী হামলা সফল করতে সক্ষম হয়েছে। পেশমেরগা নামক এই কুর্দি যোদ্ধাদের দল ইরবিলের উত্তর-পূর্ব দিক দিয়ে একটি পথ আবিস্কার করেছে এবং সেটি দিয়ে এসে হামলা চালায়।

সেসময় তারা আইএস-এর দখলকৃত একটি গ্রামে অবস্থান নেয় এবং হামলা শুরু করে। কুর্দি দলটি সিএনএনকে জানায়, এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই আইএস হামলায় পালিয়ে গেছে।

হামলা করতে কুর্দি যোদ্ধারা মর্টার, বিস্ফোরকসহ নানা যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করেছে। তারা জানায়, এগুলো তাদের দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরাকের সামরিক বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আইএস বিরোধী যুদ্ধে স্থলপথে মার্কিন সেনা সদস্য মোতায়েন করা হতে পারে। সূত্র: বিবিসি, আল জাজিরা।