ভারতের রফতানি বেড়েছে ২৬ শতাংশ
গেল সেপ্টেম্বরে ২৮ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে ভারত। পণ্য রফতানির এ হার আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৬৭ শতাংশ বেশি।
রাসায়নিক, পেট্রোলিয়াম ও ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি বৃদ্ধি হওয়ার এ রফতানি বেড়েছে।
চলতি বছরের মার্চের পর এটাই ভারতের সর্বোচ্চ রফতানি প্রবৃদ্ধি। সেবার রফতানি প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ২৭ শতাংশ।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, রফতানির সঙ্গে সঙ্গে আমদানিও বেড়েছে ভারতের। সেপ্টেম্বরে ভারত আমদানি করেছে ৩৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য; যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৮ দশমিক ০৯ শতাংশ বেশি।
সূত্র: বিজনেস টুডে।
এনএফ/জেআইএম