ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় তুর্কি সেনাবাহিনীর নতুন অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৩ অক্টোবর ২০১৭

সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন অভিযানে নেমেছে তুর্কি সেনাবাহিনী। ১২টি সাঁজোয়া যানে করে উত্তরাঞ্চলে প্রবেশ করেছে সেনারা। তুরস্কের গণমাধ্যমে জানানো হয়েছে, বৃহস্পতিবার সেনাদের বহনকারী গাড়িগুলো ইদলিব প্রদেশ অতিক্রম করেছে।

ইদলিব প্রদেশে সেনা মোতায়েনের বিষয়ে আগেই ঘোষণা দিয়েছে তুরস্ক। ওই ঘোষণার পরপরই সেনারা উত্তরাঞ্চলে প্রবেশ করেছে।

গাড়ি বহরে প্রায় ৮০ জন সেনা রয়েছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে। স্থানীয় সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের দিকে যাচ্ছে।

আল জাজিরার খবরে জানানো হয়েছে, বেশ কিছু সেনাবাহিনীর গাড়ি সিরিয়ায় প্রবেশ করেছে। তুর্কি সেনারা আলেপ্পো প্রদেশে রয়েছে সেনারা। তবে তাদের চূড়ান্ত গন্তব্য ইদলিব প্রদেশ। এর আগেও সিরিয়ায় জঙ্গি বিরোধী অভিযানে অংশ নিয়েছে তুর্কি সেনারা।

টিটিএন/আইআই

আরও পড়ুন